বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আমার শ্মশান ঘরে যে সব কান্ড ঘটে ২ - Pinak G Das

আলো আঁধারের খেলায় আমার নিজের শ্মশান ঘর
দেওয়লে লেপা ছোপ ছোপ সব ঘুম
শেয়াল কুকুর লোভাতুর চোখে দেখে
চেতনায় বারে পরজীবীদের ভ্রণ

আমার পায়ুদ্বার দিয়ে বেরোনো সবুজ পোকা
কিলবীল করে এগিয়ে চলে যায়
চিল শকুনেরা খেতে থাকে ঘুরপাক
আমার চেতনার শেষ ঘুমের অপেক্ষায়

আমার নষ্ট দেহের দুর্গন্ধে বাতাস ভারি
পচা পাকস্থলীতে কৃমিদের উল্লাস
দূরে দাড়ানো হায়নার জীব থেকে ঝরে লালা
আমার চেতনা দেয়না ঘুমনোর আশ্বাস

সারি দিয়ে সব পিপররা আছে দাড়িয়ে
একটু মাংসে চামড়া খুবলে নিয়ে যাবে
কিসের জন্যো এই চেতনার জেগে থাকা
নাকে রুমাল চেপে দেবদূতো তাই ভাবে