বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আমার শ্মশান ঘরে যে সব কান্ড ঘটে ১ - Pinak G Das

সাবেকি কোনো অভিশাপ দিয়ে গড়া
আমার দীর্ঘশ্বাস ফেলা শ্মশান ঘর
প্রেতপূরীর মতো দাড়িয়ে থাকে শুধু
বৃষ্টি ছোঁয় না, পাশ কাটিয়ে যায় ঝড়

নেই ঘরে কোনো বরফি কাটা ঘুলঘুলি
হাওয়া বাতাসের নেই কোনো আসা যাওয়া
বিরাট জানালা কখনো হ্য়না খোলা
প্রশ্বাস শুধু নিশ্বাসে টেনে নেওয়া

বাইরে আকানো শ্যাওলা দিয়ে ছবি
নানা রকমের কাজ করা ফাটলে
সময় কালের নেই কোন নিমাসীমা
বুড়ো ঘরিটার পেণ্ডুলাম শুধু দোলে

মেঝেতে পুরু ধুলোর কারপেট
প্রায় মুছে যাওয় পায়ের ছাপের নক্সা কাটা
পুরনো পচা খাবারের স্তুপ কোনে
জন্ম, মৃত্যু, পরজিবীদের বেঁচে থাকা

দু-একটি ঘূনো আসবাব পরে আছে
বিকলাঙ্গ ভিখিরির মতো প্রায়
কিছু নোংরা কাপড় শীর্ণ দড়িতে ঝোলে
ওঠা হ্য়না তাদের কখনো করোর গায়ে

সাপখোপ থাকে চারপাশে জঙ্গলে
পচা লাশের গন্ধে কেউ ঘেঁষে না ধারেপাশে
কখনো শুধু দরজা খোলা পেলে
হাড় মাংসের লোভে শেয়াল কুকুর আসে

কিছু বিদেহী আত্মা আসে যায় মাঝেমাঝে
দুহাত বাড়িয়ে আমায় কাছে ডাকে
ভাঙা চৌকাট পার করতে গিয়ে দেবদূত
থমকে আমার শ্মশান ঘর দেখে