ভালবাসা তোর কোলে হোক মরন - Suman Sahu
মন খারাপের বৃষ্টি যেন
চোখের কোনে জল
মেঘলা হাওয়ায় ঝড়ো মনে
আমার কে তুই বল ?
আমি সব ছেড়েছি স্বপ্ন ছাড়া হারানো এই সুর
মেঠো পথে আপন মনে একলা হব বহুদূর !
আয়না মন ঘুম নিয়ে
স্বপ্ন দেখি আকাশ জুড়ে -
দিন যে আমার এমনি কাটে
পাখনা মেলে যায় উড়ে !
ছলাৎ ছলাৎ ঢেউএর মাঝে জাগছে বুঝি জলের কনা
তোর সাথে নয় সই পাতাবো দিস না ভেঙে হৃদয় খানা ।
তুই আমায় স্বপ্ন মাখাস
ভেজা চোখের কোনে- এইতো জীবন
মন ভাসায় ফুল ফোটায়
ভালবাসা তোর কোলে - হোক মরন ।।