বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ধর্ষক - Shyamal Kumar Sarkar

ধর্ষক

শ্যামল  কুমার  সরকার

 

ওরা  রক্তের  স্বাদ  পেয়েছে,  তাই

হয়ে  উঠেছে  হিংস্র

ওদের  লোলুপ  দৃষ্টি  সৃষ্টিকে  করেছে  ধংস

সমাজে  বয়ে  আনছে  অবক্ষয়

ওদের  দেখে  ভয়  হয়,  কি  জানি  কখন  ঘটবে  বিপর্যয়

ওরা  বন্য  নেকড়ের  চেয়েও  ভয়ংকর

ওদের  নখদন্ত  রক্তমাখা  হাতিয়ার

ওরা  সমাজের  কলঙ্ক,  সভ্যতার  হত্যাকারী

ওরা  ভীষন স্বেচ্ছাচারী

ওরা  কোনো  বাধা  মানে  না

যা  ইচ্ছা  তাই  করে, ওরা  চরম   অহংকারী

ওরা  বাবা-মাকে  শ্রদ্ধা  করে  না

গুরুজনদের  সন্মান  দেয়  না

সবাইকে  তুচ্ছ  তাচ্ছিল্য  করে

ক্রুর  দৃষ্টিতে  সব  কিছু  গ্রাস  করতে  চায়

মা - বোনেরা  ওদের  কাছে  লালসার  বস্তু

বাধা  দিলে  মুখ  বেঁকিয়ে  চলে  যায়

নিজের  কাজে  ব্যস্ত  হয়ে  পড়ে

অবজ্ঞা  আর  অবহেলায়  ধরাকে  সড়াজ্ঞান  করে

ওরা  পরিতাপ হীন

ওরা  উষ্ণ  রক্তে  স্নান  করে  নিজেদের  পূণ্যবান  মনে  করে

ওরা  সমাজে  অবক্ষয়ের  জ্যান্ত  ভূত,  মূর্তিমান  বিভিষীকা

ওরা  সব  আইনের  ঊর্দ্ধে

ওদের  কর্ম্মকান্ডে  ন্যায়ালয়ও  দ্বিধাগ্রস্ত

ফাঁসিকাষ্ঠে  ওঠার  আগেও  ওরা  তেমনি  উদ্ধত

অতীতকে  ভুলতে  পারে  না

মৃত্যুঘন্টা  বেজে  গেলেও  ওদের  অহংকারকে

কেউ  দমাতে  পারে  না

ওদের  হৃদয়  এতটাই  কঠিন  যে

চোখের  জলও  ওদের  টলাতে  পারে  না

দড়ির  হেঁচকা  টানেও  ওদের  প্রাণবায়ু

লালসাকে  গ্রাস  করতে  ছুটে  যায়

গ্রহ  হতে  গ্রহান্তরে

এদের  মৃত্যু  নেই

সত্যিই এরা  “মৃত্যুহীনপ্রাণ” ।

 

*************************