প্রাক্তন - Tapan M Chisty(তপন এম. চিশতী)
স্মৃতির অগোচরে নয়,
মাধবীর সাথে হঠাৎ করে দেখা হল ।
রাস্তার ওপারে আনমনে দাঁড়িয়ে ছিল
আর আমি এপারে,
ভাবিনি কখনও এভাবে দেখা হবে;
আগে যতবার দেখেছি ওকে
যেন নীল আকাশে কাজল দেওয়া চোখ,
আজকে দেখলাম
পুঞ্জীভূত কাজলা মেঘের ছায়া ওর মুখেচোখে,
রঙিন কাঁচের চশমা দিয়ে
রাঙিয়ে নিয়েছে, আবছা যত সময় ।
মনে হল, বেশ গুছিয়ে নিয়েছে নিজেকে
চারপাশটার সাথে ;
বড্ড অচেনা লাগল মানুষটাকে
অথচ একদিন একমাত্র চেনা লাগত, তাকেই ।
আমার দিকে চোখ পড়তেই
মুচকি হেঁসে জিজ্ঞাসা করল ইশারায়,
'ভালো আছ' ?
নিমেষেই যেন মনের সব দূরত্ব মিলিয়ে গেল
ঐ রাস্তার ভিড়ের মাঝে ;
জমে থাকা রাগ অভিমান ক্ষোভ
যা থেমে আছে এতকাল,
জবাব পেতে চাইল ওর স্পর্শের গভীরতায় ।
সাহস করে পেরোতে চাইলাম
এপার ওপারের দূরত্ব টুকু ,
বৃষ্টি এল হুট করেই বিনা মেঘের আমত্রনে
হয়ত আবার ভিজব দুজনে
যেভাবে ভিজেছে বালিশ, রাতের পর রাত ;
কি বলব ওকে, 'ভালো আছি'
কি জানি আসলে সত্যিটা কি, তবে হয়ত
চুপ করে থাকায় ভালো হবে ।
দূর থেকে ছুটে এল অনিমেষ
মাধবীর হাতটা শক্ত করে ধরে এগিয়ে গেল
সামনের দিকে,
আলতো হেঁসে মাধবী বুঝিয়ে দিল আমায়
'আর কিছুই বাকী নেই' ;
ধীরেধীরে মিলিয়ে গেল ওরা
বাস্তবতার স্রোতে, যেমন করে মিলিয়ে যায়
রাতের তারারা দিনের আলোর গভীরে।
বোকার মতো হেঁসে
আমিও পেরোতে লাগলাম ঐ পথটুকু,
দূরত্ব যেন বেড়েই চলল, আলোকবর্ষের সাথে ।।