পার্থ সরকার - Partha Sarkar
ধ্বংসের পর নির্মাণ
যে কোন নির্মাণের জন্য ধ্বংস অনিবার্য
কেকের দোকানে সাজান থালার মত মেঘ
বন্যার ভ্রুকুটি মুছেই আবির্ভূত ।
ধ্যানে বসা ঋষির মত তুফানের পর
শান্ত সমুদ্র
আমরা সবাই পাগল হয়ে যাই মাঝে মাঝে
খুঁজি পাগল হওয়ার ছুতো
কাধ খুঁজি দোষ চাপাবার
খুজি ধ্বংসের পথ সব দেখে
নিস্তরঙ্গ জীবনে উঠুক তুফান
তবে ত বেরোবে মুক্তো শুক্তির বুক থেকে ।
এক আলোকবর্ষ দূর থেকে হাত ধরেছ আমার
এখনো তো ভেজাইনি আমি আঁখিপল্লব
মনে হয় আজ রাতের দিকে ঝড় উঠবে
ভেঙ্গে পড়বে স্মৃতির উদ্যান ।
পাথর সরিয়ে মৃত ঘাসে হারিয়ে যাওয়া
প্রশ্ন ঘুরে আসবে
ভাল আছ তো ?