বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

এলোমেলো - Rajib Chakrabarti

কবিতা তো স্বর্গ থেকে নেমে আসে টুক করে

প্রচুর সংখ্যক নারকীয় লাইনও থাকে যদিও

 

ব্যথা ব্যক্ত করার শক্তি নেই মাছের মত মূক

মলমূত্রে পচে মরার প্রতিষেধক কার হাতে

 

আদরের উপবাসে মন কি শুকিয়ে যায়

নাকি ক্রমে ক্রমে হয় আরও পুষ্ট

আমি অত ভাবি না শুধু এই চাই

যতই জরা আসুক

মাথা যেন হয় না অবনত

 

জিবে মাথায় সঞ্চিত হয় সালোক সংশ্লেষে

নানারকম কুখাদ্য

দূষণেও কর বসিয়ে সংকট কাটে রাজকোষে

 

মাদক কল্পনার টুকরো টুকরো বীজ

জন্মায় বাড়ে অস্বস্তিকর আনন্দ দেয়

লজ্জায় ফেলে, নিঃশেষিত হয়ে যায়

আর জাগাতে পারি না

অপেক্ষায় থাকি নতুন বীজের জন্য

যদি ঋজু হতাম ভাগ করতাম সহস্র কৌতুক

কৌতুক বেঁকে ঢুকে যায় ত্বকে ফোটে কবিতার ফুল

 

কালো কাচের ঘরে বন্দী পল্লবিত কানন

কাচ ভেঙে ঠেলে অবিবেচক বেরিয়ে আসতে চায়

গোল আকাশ ভেঙে যায় জ্যামিতিক খণ্ডে

দূষণপূর্ব যুগেও খুব ভালো ছিল না

 

-রাজীব চক্রবর্তী