আত্মবিস্মৃত বাঙালি - Rajib Chakrabarti
এক দশক আগে খুশওয়ন্ত সিং বাঙালি জাতির বিরুদ্ধে প্রভূত বিষোদ্গার করেছিলেন । শুরু করলেন রবীন্দ্রনাথকে দিয়ে । শিলঙে গিয়ে বললেন যে, টেগোর ইংরেজী জানতেন না । পশ্চিমবঙ্গ বিধানসভায় এর বিরুদ্ধে নিন্দাসূচক প্রস্তাব পাস হলে তাঁর প্রতিক্রিয়া - পৃথিবীর কোথাও একজন কবির জন্য বিধায়করা প্রস্তাব আনেন না, বাঙালিরাই ব্যতিক্রম ।বাঙালিদের কিছু পবিত্র গরু আছে । তার মধ্যে আরেকজন হলেন নেতাজি। তাঁর মৃত্যুর এত বছর পরেও ওরা বলে যে, তিনি জীবিত। কোনো বড় হোটেলে বাঙালি খাবার পাওয়া যায় না। ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি।
এই মহান খুশওয়ন্ত সিংয়ের লেখা একটি ছোটগল্প একাদশ শ্রেনির ইংরেজীর নতুন সিলেবাসে পাঠ্য করা হয়েছে। যিনি রবীন্দ্রনাথের থেকে ভালো ইংরেজী জানেন, তাঁর কাছ থেকে আমাদের ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখার আছে বইকি !