বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

জানিনা কে ছিল ? - বিশ্বজিৎ সরকার

তখন ছিল শীতকাল, সবে মাত্র আমার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়ছে।

আমি রাতে বাবার সঙ্গে ঘুমাতাম, আর শীতকাল বলে ঘরে মাদুর পাতা থাকত।

সেই দিন রাতে ওই ১১টার মধ্যেই শুয়ে পরেছিলাম, কিন্তু কেন জানিনা হটাত ২টো নাগাদ আমার ঘুম ভেঙ্গে যায়, ঠিক সেই সময় শুনতে পাই ঘরে কেউ যেন হাঁটছে নিস্তব্ধে। যেন সে আমাকে শুনিয়ে শুনিয়ে পায়ের আওয়াজ করছে।

ঘর অন্ধকার কিছু দেখতেও পাচ্ছিনা, ভয় গা ছমছম করছে, ঘরে কে সেটাও বলার সাহস না পেয়ে বাবা কে আস্তে করে ডাকলাম। বাবা উঠে খাটে আওয়াজ করে বলল কে ঘরে ? তারপর আওয়াজ বন্ধ হয় গেল।

কিন্তু বাবা কে ঘুমাতে দিলাম না, ঠিক আধঘণ্টা পরে আবার শুরু হল সেই আওয়াজ এবার ঘরে না, আমাদের বারান্দায় কেউ যেন হাঁটছে, শুধু আমি না বাবাও শুনতে পেল আওয়াজটা।

ঠিক তারপরের দিন থেকে আর সেই আর সেই আওয়াজ এর কোন খোঁজ পেলাম না, জানিনা সেই দিন কে ছিল , কে হাঁটছিল... জানি না কে...।।