শুধু ভালো থাকা - আলপনা দত্ত
শুভর সঙ্গে সেদিন দেখা
মেট্রোরেলের প্ল্যাটফর্মে
হেমন্তের সকাল কিংবা
বসন্তের বিকেল নয়
প্রখন গ্রীষ্মের দ্বিপ্রহরে
সে হেঁটে আসছে যেন
অদিগন্ত প্রান্তরের বুক চিরে
তার বিরল কেশ মুখ
শরীরে প্রৌরত্বের চিহ্ন
তবু চোখের আগুন অমলিন
বললাম, 'ভালো আছ?'
সবটুকু যন্ত্রনা নিয়ে
অপ্রস্তুতে সম্মতি জানাল
তার দিনবদলের স্বপ্ন
হয়তো সত্যি হয়েছে, হয়তো নয়
মানুষ বদলে যায়, বদলাতে থাকে তার দুনিয়া
প্রতিদিন সে নিজেকে নতুন করে আবিষ্কার করে
ক্রমে একদিন নিঃসঙ্গ জীবনে খুঁজে ফেরে নিজস্ব আশ্রয়
কোন কিছুই হারায় না, মন জেগে থাকে, প্রদীপ জ্বলে
আমরা সকলেই ভালো থাকি, শুধু ভালো থাকতে হয় বলে