স্মৃতি - মৌমিতা ব্যাপারী
চেয়েছিলাম তোকে ভালবাসতে,চেয়েছিলাম ধরতে তোর চোখের জল
পারিনি কিছুই দিতে তোকে,করেছি শুধুই ভুল
সুখের বদলে দিয়েছি দুঃখ, কাঁদিয়েছি সারারাত
ইচ্ছা হলেও পারিনা তোকে খুঁজে পেতে
অনেকটা পথ হেঁটেও পারিনা আর তোর কাছে যেতে
যেদিন তুই চলে গেলি অনেক অভিমানে
সেদিন ও আমি কেঁদেছিলাম মনে মনে
তারপর সব এ স্মৃতি.........