বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

হয়তো তুমি - বিশ্বজিৎ সরকার

হয়তো ম্লান হয়ে গেছে স্মৃতি গুলো 
তুমি আছো স্বপ্নের কিনারায়,
হয়তো তুমি ভুলে গেছো ক্ষণিকের সুখ গুলো
সেই গুলোই বাঁচিয়ে রেখেছে আমায়,
হয়তো সেই দিন গুলো তোমার মনে পরেনা
যে গুলো গোলাপের কাঁটার মত বিঁধছে মনের দরজায়,
হয়তো তুমি আজ সুখে আছো অন্য প্রান্তরে
অজানা কষ্টের পর্দায় আজও আছি আচ্ছন্ন হয়ে,
হয়তো তুমি আমার কথা ভাব না আর
আজও আমায় উষ্ণ করে স্মৃতি গুলো তোমার,
হয়তো তোমার রাত্রি কাটে স্বপ্নের স্রোতে ভেসে
হয়েছি আমি নিশাচর স্বপ্নেরই কোনো দেশে,
হয়তো তোমার সুখের কারণ আজ অন্য কেউ
কষ্টের নৌকায় বসে বসে গুনছি আজ অসংখ্য ঢেউ,
হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে
তোমাকে আজও খুজি মনের অন্তরে,
হয়তো কেউ ডাকে তোমায় নতুন কোনো নামে
তুমি কি আজও ডাকো আমার সেই ছোট্ট নামে ?
হয়তো তোমার খুশির আজ অনেক অন্য কারণ
তোমার সেই ছবি গুলো করায় আমায় স্মৃতিচারণ,
হয়তো তুমি সুখে আছো সুখি হয়েই থেকো
আমায় মনের কিনারায় একটু জায়গা দিও।।