বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

প্রিয় বন্ধু - মৌমিতা ব্যাপারী

 

প্রিয় বন্ধু ,   এই কথাটার  মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে থাকে । সবার মত আমার জীবনে ও একটা

গুরুত্বপূর্ণ ভূমিকা  আছে আমার প্রিয় বন্ধুটির । সেই স্কুল জীবনের শুরু থেকে যে আমার ছায়াসঙ্গী ছিল,যাকে

মনের সব কথা না বললে যেন দিনটা অসম্পূর্ণ থাকতো আমার জীবনের সেই প্রিয় মানুষটি আজ হারিয়ে

 গেছে আমার জীবন থেকে।

 

সেই ছোট্টবেলা থেকে পাশাপাশি বসা, ক্লাস চলাকালীন ইয়ার্কি কখন বা শিক্ষিকাদের বকুনি সব কিছুই

ভাগাভাগি করে নিয়েছিলাম আমরা। তুচ্ছ কারণে রাগ, কখনো বা খুনসুটি,অভিমান,কখনো সব ভুলে শুধুই

সুমধুর বন্ধুত্ব। দুজনের দল পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও আমরা ছিলাম এক আত্মা এক প্রান।

 

কিন্তু হটাত কি যে হল, সে আমার থেকে এত দূরে  চলে গেল যেখান থেকে আমি আর কোনদিনও তাকে

ফিরে পাওয়ার অধিকার হারিয়ে ফেললাম।

সেই  ২৩ মার্চ, ২০১০,  প্রায় ৩ বছর হয়ে গেল সে আর নেই... কিন্তু তার স্মৃতিতে সে এখনো বর্তমান।

কিন্তু

আমার সারাজীবন তার কাছে একটাই প্রশ্ন রয়ে যাবে কেন সে করলো এরকম...

 

কিন্তু আমার হৃদয়ে সে বেঁচে থাকবে যতদিন আমার প্রান থাকবে। আর ভগবানের কাছে এটাই চাইব যে ও যেখানেই থাকুক যেন খুব ভাল থাকে............