বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

বাঁধন - Amrita Das

 

কেয়ার প্রেমে পড়ার পর থেকে অনু কেমন একটা যেন চুপচাপ হয়ে গেছে। ক্লাসে কেয়ার সাথে আর তেমন কথা বলেনা , দিনদিন হাসিটাও কৃত্রিম হয়ে যাচ্ছে। কেয়ারও তা চোখ এড়ায় না। কেয়া অন্য বন্ধুদের সাথে কথা বললে ও সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে । বারবার কিছু বলতে গিয়ে কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায় । দিন-তিনেক আগে । ক্লাসে । রিম্পার কাছ থেকে জলের বোতলটা চেয়ে কেয়া জল খাচ্ছিল , একটু অসাবধানতায় বোতল থেকে গায়ে জল পড়ে যায়। কেয়া ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে পাশে অনুর দিকে তাকিয়েই ... স্থির হয়ে যায় । অনু একদৃষ্টে তাকিয়ে ওর দিকে । ঠিক ওর মুখের দিকে নয় , মুখ থেকে চুঁইয়ে যে সূক্ষ জলের রেখাটা ওর সামান্য উন্মুক্ত বুকের খাঁজ দিয়ে বয়ে গিয়ে গভীরে হারিয়ে গেছে সেদিকে । অনেকক্ষন নয় তবে বেশ কিছুক্ষন । কেয়া বোতল রেখে ওড়নাটা বুকে টেনে নেয় ।