হারিয়ে গেল অচিন পাখি - Subhadip Aditya
শেষ দেখাটাও রয়ে গেল বাকি
বাসা ছেড়ে উড়ে গেল পাখি,
বাসায় থাকা ছোট্ট বন্ধুর কথা
তার মনে পড়ল না।
মেঘ হয়ে আকাশের বুকে
থেকো তুমি অফুরান সুখে
খুঁজে নিও অন্যকোনো ঠিকানা।
বন্ধুটাকে একলা ফেলে
জীবনপথে হারিয়ে গেলে,
জানি ব্যস্ত মাঝে আমাদের আর
দেখা হবে না।
অশ্রু হয়ে চোখের কোনে
থাকবে জানি মনে মনে,
তবু কেন অশান্ত মন
মানতে চায় না।
নতুন বন্ধু পেলে পরে
হারিয়ে যাবে সেই আসরে,
আমার কথা হয়তো আর
মনে পড়বে না।
রাখবো যেন যত্ন করে
নামটি তোমার হৃমাজারে,
রইবো আশায় আমাদের কি আর
দেখা হবে না!!!!