জানি একদিন কেউ থাকিব না আর - Babu Mondal
জানি একদিন কেউ থাকিব না আর
জীবনের প্রতিটি পদে ঠোকর খাইতেছি,
তবুও বেচে থাকার মজা পাইতেছি...
ঈশ্বর এ কেমন নাট্যমঞ্চ সৃষ্টি করেছেন?
জানি একদিন কেউ থাকিব না আর,
তবুও সবসময় বলে চলেছি, এটা আমার সেটা আমার...
সময়্পূর্বে ও ভাগ্যতিতে পায়নি কেহ কিছু,
তোমাকে পাওয়ার আশায় দৌড়িয়া মরি মিছু...