বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

যৌন হেনস্থা - Bipasa Bhattacharya

কাগজ খুললেই প্রথম পাতায় দেখা যায় যৌন নির্যাতনের কথা। এই নির্যাতনের শিকার হচ্ছে মাঝবয়েসী, অল্পবয়েসী এমন কি শিশু ও বৃদ্ধারা , শুধু যে অপরিচিত লোকের দ্বারা তা নয়, নিজের আপনজন বা সবচেয়ের নিরাপদ আশ্রয় বাবা, তার কাছ থেকেও মেয়েদের কোন পরিত্রাণ নেই। কিন্তু কেন অধঃপতন এই সমজের? ছোটবেলায় আমাদের সেখান হয় যে বাড়ি হচ্ছে মেয়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। যেখানে তার বাবা আছে, দাদা বা ভাই, দাদু, জ্যাঠা বা কাকা আছে এরাই মেয়েদের সবচেয়ে আপনজন। যাদের কাছ থেকে কোন সম্মানহানির আশঙ্কা করা যায় না। কিন্তু বর্তমানে আমরা দেখছি  যে পরিচিত জনেরাও আমাদের শত্রু হয়ে উঠেছে। কিন্তু কেন এই অবক্ষয়?                       অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি, টিভি বা সিনেমায় অতি হিংস্রতা বাড়বাড়ন্ত কি আমাদের এগিয়ে দিচ্ছে এই জঘন্য অপরাধের দিকে? তবে আমার কাছে আরেকটি দিকও মনে হয় সেটা হল ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা।                                                                                         ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে অজস্র দল, অজস্র তাদের মতামত। এই সব দলগুলি নিজেদের নিয়ে এতই ব্যস্ত এবং নিজেদের স্বার্থসিদ্ধির দিকে এতই মগ্ন যে তারা সমাজের খোঁজ রাখেনা।                                                                                          মেয়েদের বলা হয়েছে যদি তোমরা রাস্তায় বা অন্য জায়গায় যৌন হেনস্থা হও তাহলে সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করবে এবং সঙ্গে সঙ্গেই পুলিশ আসবে তোমার রক্ষার্থে। কিন্তু বাস্তবে দেখা গেছে পুলিেশর কাছ থেকে আমরা সেরকম কোন সাহায্যই পাইনি।                                                                                                                                                                                               আজ সমাজের এই অবক্ষয়ের জন্যে কাকে আমরা দায়ী করব?