সূর্যোদয় - Biswarup Bhattacharyya
রাত্রি শেষে সূর্য হাসে
সমুদ্র পারে সুদূর আকাশে
উষ্ণ মরুর দ্বারের শেষে
উঠবে কিনা উঁকি মারে
আস্তে আস্তে উঠে বলে,
দেখব কিনা সবার তরে?
দিতে এসেছি মোর তাপ
হৃদয় দিয়ে দেব তারে
নেবার কিছু নেই যে আর
রুক্ষ দিনেও কষ্ট পেলে
দোষ দিওনা মোর হৃদয়ে
আকাশ-কুসুম মেঘ ঘনিয়ে
পারিনাকো যে বর্ষা দিতে
জীবন্ত এই তাপের পরে
দেখবে তুমি বর্ষা নামে
তখন তুমি বুঝবে তবে
মোর হৃদয় কোথায় পাবে!
তবু আমি নইক নিষ্ঠুর
উঠবো হেসে আবার শীতে
সকাল সকাল তখন তুমি
বলবে কখন উঠবে তুমি
মোর হৃদয় উজাড় করে
শক্তি দিতে দুহাত ভরে
আসবো ঠিকই রোজ সকালে।