স্বপ্ন - Biswarup Bhattacharyya
স্বপ্নে তোমায় দেখেছিলেম
সমুদ্রের কোন সীমানা পারে
অজস্র ঢেউয়ের কুণ্ঠে কুণ্ঠে
পাখির কূজন কলকাকলিতে
মৃদু হাওয়ার স্রোতের টানে
স্বপ্নে তোমায় দেখেছিলেম।
ধান্য ক্ষেতের সবুজ মাঠে
মিষ্টি ফুলের বাগানেতে
রাখাল ছেলের বাঁশির সুরে
নীল আকাশের তারার মাঝে
স্বপ্নে তোমায় দেখেছিলেম।
বর্ষাকালের বর্ষণ ধারায়
অথৈ জলের মুক্ত ধারায়
ময়ূর পঙ্খীর পেখম মাঝে
দু-কূল ভরা নদীর জলে
স্বপ্নে তোমায় দেখেছিলেম।
সবুজ দূর্বার অমলিন বিছানায়
শিশির বিন্দুর কনার মাঝে
আধো কুয়াশার সুদূর মাঝে
শীতের সকালের রৌদ্রতাপে
স্বপ্নে তোমায় দেখেছিলেম।
পর্বতশৃঙ্গ বরফ দ্বারে
শিখাহীন বাতির ঝলকানিতে
পূর্ণিমা রাতের আকাশেতে
জোৎস্না আলোর ঝলকানিতে
স্বপ্নে তোমায় দেখেছিলেম।