ব্যাস্ত - Biswarup Bhattacharyya
ব্যাস্ত ছিলাম অচল দিনেও
সচল দিনেও ব্যাস্ত আমি
তবুও কথা বলতে গেলেও
ব্যাস্ততাকে সরিয়ে রাখি।
নির্জল প্রানের মাঝে যখন
দুর্বল প্রানের সঞ্চার ঘটে,
তখন কি আর ব্যাস্ততাটা
নতুন করে বাঁচতে শেখে?
দুর্বল হলেও প্রাণটা আজো
আছে সচল হয়ে
ব্যাস্ততার সমুদ্রেও সে
বলতে কথা চেয়ে।
তখন ছিল ব্যাস্ততাটা
যখন ছিল নির্জলতা,
এখন আছে প্রাঞ্জলতা,
রুক্ষ কথার দুঃখ-পাতা।
হঠাৎ করে মনের মাঝে
আজও আমি ব্যাস্ত,
ব্যাস্ততাটা যে যাবে কবে
জীবন হবে সূর্যাস্ত।