বালক যখন যুবক হল - Biswarup Bhattacharyya
বালক ছিলাম ভালই ছিলাম
কেন হঠাৎ যুবক হলাম!
স্বপ্ন ফুলের বাগানেতে
দিনগুলো ছিল রঙিন সাজে
এখন শুধু স্বপ্ন দেখি
দিনগুলো শুধু হৃদয় ভাঙে।
শুরুটা ছিল মিষ্টি মধুর
সকাল হত প্রানের মাঝে
হাসি-কান্নার দিনটা হলেও,
মন থাকতো সুস্থ সাজে।
এখনও তো সকাল বেলায়
সূর্য ওঠে, পাখি ডাকে
এখন কেন মনটা শুধু
মৃত্যুভয়ে কেঁপে ওঠে।
গড়ার মত অনেক কিছুই
ছিল তখন হাতে।
এখন শুধুই ভাঙতে পারি,
গড়তে পারি না যে।
যুবক হয়ে গড়তে হবে
ছিল এই স্বপ্নখানি।
যুবক হয়ে সবার কাছে
বলি সবার জন্যে
ভুলেও যেন মনের মাঝে
দিওনা কোনও রাজকন্যার জন্ম।