মৃত্যুভয় - Biswarup Bhattacharyya
মৃত্যু দেখে ভীত আমি
যাচ্ছি কোন অচিন দেশে,
রুক্ষ নদীর দূর সীমানায়
ক্ষুদ্র এক আলোর রোষে।
মুষ্টিমেয় জীবনটাকে
দেখতে চাই আরও বেশি,
পাচ্ছিনা কোনও দূর ঠিকানা
মৃত্যু যেখানে শুধু প্রবাসী।
লক্ষ আলোর মাঝেও কেন
অন্ধকারই কাছে আসে?
বারিভরা পৃথিবীর মাঝেও
রুক্ষতা কেন চোখে আসে?
পলক তুলে দেখি আমি
হালকা আলোর নম্রতাকে
রুক্ষ হয়ে হাসছে যেন
অগ্নিগর্ভ ওই দু-চোখে।
হাজার তারার দেশে কেন
মৃত্যু শুধু চোখে আসে
মৃত্যুভয়ে মৃত্যু যেন
হৃদয় রুদ্ধ করতে আসে।