বু'কে লেখা চিঠি - Avijit Deb
ভালোআছ বু,
“ মনটা না পাগল হয়েছে -
কেমন একটা হয়ে যাচ্ছে নিজের থেকে..”
ভালোলাগা জিনিস গুলো দেখলে কেমন ভয় লাগে, কষ্টহয়..
সেদিন বাড়িতে গাছটা কাটার সময়,
বুকের ভিতর এক তীক্ষ্ন কান্না যেন দাপাদাপি করছিল l
মনটার খুব আপন জিনিসটা হারিয়েছে
তাই হয়ত গাছ টার জন্য দুঃখ হয়...!!
এখন ছাদের উপর চাঁদের সাথে আর Poetry করতে ভালোলাগে না,
মনে হয় বদ্ধ ঘরে বসে Paradise lost পরি;
কখনো feel করতে পারিনি আগে,
যে Paradise লস্ট-এ ভীষন যন্ত্রনা হয় l
এখন কবিতা গুলো,
শব্দ লিখতে গেলে Spelling Mistake করে,
গীটারের সা'রে'গা'মা'-র জ্বর সারছে না,
মেডিকেল certificate জমা পরেছে ;
জল রঙ গুলোতে
ছাঁত কুড়া পরে গেছে,
বলে--
''ছবি আমি আঁকবো না...তুই কিছু বলবি..??"
--- না.. না..
আমি আবার কি বলবো..!!
আমার তো inspiration ই বলে;
' অনেক হয়েছে, আর আসিস না.. দু'র হ চোখের সামনে থেকে l
গোল ঘরে বসে গলা খুষ খুষ করে ' যখন নীরবে দুরে' - গানটা ভাবি শুনবো,
মনেপরে--
Telephone তো অনেক আগে memory হারিয়েছে,
Music library এখনও lost vacancy তে ঘুরে বেরাচ্ছে দীঘা, মন্দারমনি l
--- মনটার আর তোর সাথে দীঘা, মন্দারমনি ঘোরা হলো না..!!
তাই মনটার ভালো লাগা জিনিস গুলো দেখলে ভয় লাগে, কষ্টহয় l
আর সব ভালো লাগা জিনিস গুলোই তো -----
এভাবে হারিয়ে যাবে, তাই না বু ??
আস্তেআস্তে...