বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

বু'কে লেখা চিঠি - Avijit Deb

ভালোআছ বু,

 

“ মনটা না পাগল হয়েছে -

       কেমন একটা হয়ে যাচ্ছে নিজের থেকে..”

 

  ভালোলাগা জিনিস গুলো দেখলে কেমন ভয় লাগে, কষ্টহয়..

 

সেদিন বাড়িতে গাছটা  কাটার  সময়,

 বুকের  ভিতর  এক  তীক্ষ্ন  কান্না  যেন  দাপাদাপি  করছিল l

মনটার খুব আপন জিনিসটা হারিয়েছে

              তাই হয়ত গাছ টার জন্য দুঃখ হয়...!!

 

    এখন ছাদের উপর চাঁদের সাথে আর Poetry করতে ভালোলাগে না,

মনে হয় বদ্ধ ঘরে বসে Paradise lost পরি;

                          কখনো feel করতে পারিনি আগে,

যে Paradise লস্ট-এ ভীষন যন্ত্রনা হয় l

 

এখন কবিতা গুলো,

            শব্দ লিখতে গেলে Spelling Mistake করে,

গীটারের সা'রে'গা'মা'-র জ্বর সারছে না,

          মেডিকেল certificate  জমা পরেছে ;

জল রঙ গুলোতে

           ছাঁত কুড়া পরে গেছে,

বলে--

  ''ছবি আমি আঁকবো না...তুই কিছু বলবি..??"

 

--- না.. না..

 আমি আবার কি বলবো..!!

 

আমার তো inspiration ই বলে;

' অনেক হয়েছে, আর আসিস না.. দু'র হ চোখের সামনে থেকে l

 

গোল ঘরে বসে গলা খুষ খুষ করে ' যখন নীরবে দুরে' - গানটা ভাবি শুনবো,

মনেপরে--

 Telephone তো অনেক আগে memory হারিয়েছে,

           Music library এখনও lost vacancy তে ঘুরে বেরাচ্ছে দীঘা, মন্দারমনি l

 

--- মনটার আর তোর সাথে দীঘা, মন্দারমনি ঘোরা হলো না..!!

 

তাই মনটার  ভালো লাগা জিনিস গুলো দেখলে ভয় লাগে, কষ্টহয় l

 

আর সব ভালো লাগা জিনিস গুলোই তো -----

এভাবে হারিয়ে যাবে, তাই না বু ??

আস্তেআস্তে...