বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

... তুমি ও আমরা ... - Avijit Deb

''চল্ যাই, কিচ্ছু হবে না 
--- হ্যাঁ, নিশ্চয়...''

নিজের মধ্যস্তায় একটা
            আনন্দ অনুভব করলাম
অনেক দিনের ইচ্ছাই যেন ছিল
                            এই মুহূর্ত টার...!!
নিজের গোপনে নিজেই 
          মনে হল হেসে উঠেছিলাম l

তোমায়, আমি দেখেছিলাম সেদিন
                    একটু নতুন করে;

ঘামে ভেজা গাল আর আইসক্রীমে
                                            ঠান্ডা বিকাল
তোমার সাদা সালোয়ার - ওড়না,
তোমার মুখের লাবন্য
                       ও কিছুটা অতপ্ত রাগ...
তোমার মুখখানি ------
               আমার আরও আপন হয়ে ওঠে l

তারপর.....
  বহু হাওয়া বয়ে গেছে সময় সময়...
       কখনো তুমি হেসেছ, হো হো করে
          কখনো নিজের কাছে নিজেকে লুকিয়ে,
      রাগ-অভীমানে কখনো তোমার গম্ভীর চোখ
 কখনো আবার তুমি দুষ্টুমীর শিরোমনি...
 
- আমি যেন এমন টাই চাই...!

তোমার কিছুটা ব্যস্ত সময়ে,
আপন করে শুনে নেওয়া
আমার পছন্দ - অপছন্দ
বেমানান - মানানের কথা...

- আমি কিছু ভাবিনা, ভেবে উঠতে পারিনা..!!

দিনটা কেমন ছিল..জানতে চাইলে.?
ভাল - খারাপ বলল্লে...
বয়ে যাওয়া মুহূর্ত গুলোর, অপমান হয়...
আর...
ভালো - খারাপ কার...!!

আজ মুহূর্তটা তো
    আমি আর তুমি ছিলনা
- শুধু ' তুমি ও আমরা  '.. ll