... তুমি ও আমরা ... - Avijit Deb
''চল্ যাই, কিচ্ছু হবে না
--- হ্যাঁ, নিশ্চয়...''
নিজের মধ্যস্তায় একটা
আনন্দ অনুভব করলাম
অনেক দিনের ইচ্ছাই যেন ছিল
এই মুহূর্ত টার...!!
নিজের গোপনে নিজেই
মনে হল হেসে উঠেছিলাম l
তোমায়, আমি দেখেছিলাম সেদিন
একটু নতুন করে;
ঘামে ভেজা গাল আর আইসক্রীমে
ঠান্ডা বিকাল
তোমার সাদা সালোয়ার - ওড়না,
তোমার মুখের লাবন্য
ও কিছুটা অতপ্ত রাগ...
তোমার মুখখানি ------
আমার আরও আপন হয়ে ওঠে l
তারপর.....
বহু হাওয়া বয়ে গেছে সময় সময়...
কখনো তুমি হেসেছ, হো হো করে
কখনো নিজের কাছে নিজেকে লুকিয়ে,
রাগ-অভীমানে কখনো তোমার গম্ভীর চোখ
কখনো আবার তুমি দুষ্টুমীর শিরোমনি...
- আমি যেন এমন টাই চাই...!
তোমার কিছুটা ব্যস্ত সময়ে,
আপন করে শুনে নেওয়া
আমার পছন্দ - অপছন্দ
বেমানান - মানানের কথা...
- আমি কিছু ভাবিনা, ভেবে উঠতে পারিনা..!!
দিনটা কেমন ছিল..জানতে চাইলে.?
ভাল - খারাপ বলল্লে...
বয়ে যাওয়া মুহূর্ত গুলোর, অপমান হয়...
আর...
ভালো - খারাপ কার...!!
আজ মুহূর্তটা তো
আমি আর তুমি ছিলনা
- শুধু ' তুমি ও আমরা '.. ll