*** তোমার অপেক্ষায় *** - Avijit Deb
তোমার বিপরীতে-
একগুচ্ছ একাকী সময়, একা কাটিয়ে
আজ জীবন পথের চরম সঙ্কট বিন্দুতে এসে
হ্ঠাৎ ইচ্ছে হয়----
আরও একবার ঘুরে দাড়িয়ে;
তোমার চোখে, চোখ রেখে
' ভালোবাসা '-র প্রস্তাব দি তোমায় l
সময় পথ যত দীর্ঘ তত বারে যন্ত্রনা;
মানিয়ে না নেওয়া সুখ,অসুখ হয়ে গ্রাস করে
আমাকে-
' তুমি ' অভিমুখি করে তোলে..
পুরানো মুখটাই আবার
নতুন হয়ে মানস পথে দেখা দিয়ে
শিহরিত করে আমায়;
অপেক্ষায় থাকা আমার ক্লান্ত সময়
তোমার আসবার কথা জানালে,
আজও প্রতীক্ষা করি--
তোমায় ছোঁয়ার l
রাতের নিস্তব্ধ অন্ধকার, যেন
দৃঢ় করে তোলে - দেখ্বার আকাঙ্খা ;
শরশয্যায় এলায়িত দেহে - তাই
সৃষ্টি যেন এক রোম্যান্সের জ্বালা,
যার শিখায় আরও উজ্জ্বল হয়ে ওঠে
-তোমার প্রতিচ্ছবি
সময়ের ব্যবচ্ছেদে, ভালোবাসার অনুভুতী
আরও আকৃষ্ট করে তোলে মন..
আজ আবার,
তোমার বুকে মাথা রেখে বলতে ইচ্ছে হয়-
তোমায় ছাড়া জীবন শূণ্য হয়ে যাবে..!
বিরহ শ্হন সহে,
ধংসের আগের মুহূর্তে দাড়িয়ে
আমি অভি ---
তোমার অপেক্ষায়....