'স্বার্থপর' - Avijit Deb
এই যে ----
চশমা চোখে,শিক্ষিত সমাজের জঞ্জাল,স্বার্থপর;
হ্যাঁ হ্যাঁ .. আমি তোমায় বলছি - 'স্বার্থপর'
মানুষ হয়ে জন্মেছ,তাই
অহংকারের জ্যোঁতির বলয় মাথার পেছনে--
ভন ভন করছে..
কিসের অহংকার ----
কিসের অহংকারে নিজেকে মানুষ বলো ??
মানুষ হয়ে,
কখন মানুষের প্রতি হয়েছ দায়বদ্ধ, দায়িত্বশীল ??
কখন ভেবেছ তোমার নিচু তলার কথা ??
এগিয়ে গিয়ে চেষ্টা করেছো শোনার- তাদের হাহাকার ??
কখন ভেবেছ কিসের নেশায় তারা ভবঘুরে ??
না ! না ভাবনি..
স্বার্থনেশী, স্বার্থপরের মত ভেবেছ শুধু নিজের কথা;
এড়িয়ে গেছ ! এড়িয়ে গেছ দায়বদ্ধতা !
কিন্তু কেন ?
তুমি কি পারনা হতে দায়বদ্ধ, দায়িত্বপরায়ন ?
এক পা এগিয়ে যাও,
এগিয়ে উঁকি দেও একবার,
দেখ-----
ছোটো ছোটো হাত গুলো বারিয়ে আছে
---- শুধু তোমায় ছোঁবে বলে ll