বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

'স্বার্থপর' - Avijit Deb

এই যে ----
চশমা চোখে,শিক্ষিত সমাজের জঞ্জাল,স্বার্থপর;
হ্যাঁ হ্যাঁ .. আমি তোমায় বলছি - 'স্বার্থপর'
মানুষ হয়ে জন্মেছ,তাই
অহংকারের জ্যোঁতির বলয় মাথার পেছনে--
ভন ভন করছে..

কিসের অহংকার ----
কিসের অহংকারে নিজেকে মানুষ বলো ??

মানুষ হয়ে, 
কখন মানুষের প্রতি হয়েছ দায়বদ্ধ, দায়িত্বশীল ??
কখন ভেবেছ তোমার নিচু তলার কথা ??
এগিয়ে গিয়ে চেষ্টা করেছো শোনার- তাদের হাহাকার ??
কখন ভেবেছ কিসের নেশায় তারা ভবঘুরে ??

না ! না ভাবনি..
স্বার্থনেশী, স্বার্থপরের মত ভেবেছ শুধু নিজের কথা;
এড়িয়ে গেছ ! এড়িয়ে গেছ দায়বদ্ধতা !

কিন্তু কেন ?
তুমি কি পারনা হতে দায়বদ্ধ, দায়িত্বপরায়ন ?
এক পা এগিয়ে যাও,
এগিয়ে উঁকি দেও একবার,

দেখ-----
ছোটো ছোটো হাত গুলো বারিয়ে আছে
---- শুধু তোমায় ছোঁবে বলে ll