অব্যক্ত আবেগ - Avijit Deb
আমার অব্যক্ত আবেগ অণুভূতী গুলোর প্রকাশ ---
কেবল আমার জন্য..কেউ শুনুক বা নাই শুনুক.. জানুক বা নাই জানুক ;
জানালায় সুফী মনের নস্টালজিয়ায় ছন্ন আমিত্ব তেও আজ হাস্যকর হয়ে উঠি
সিগারেট এ বার বার চুমু খাওয়াতে শেষ হয় সিগারেট..
চাই না আমি সে যৌবনের যতুগৃহ, চাই না আমি সেই উন্মুক্ত তোমাকে
নিষিদ্ধ বীজ পোতা অমল পরিত্রানের আশায়..ll
আজ নিজেকে চিনতে পারার চরম পর্যায় আশ্চর্য হয়ে উঠি,
পরিবর্তীত আমি তেও থেকে যায় পুরতন অনেক কিছু..
আমার প্রয়োজন থেকে চাহিদা সীমাবদ্ধ শুধু তোমাতেই;
যতই চিন্তা শক্তি গুলো প্রখর হোক,ভালবাসার বারবরন্ত চরমস্য হয় নিজের প্রতি..
তবু, বাচার আবেগ হার মেনে ওঠে মাঝে মাঝে,
চুমু খাওয়া জলন্ত সিগারেট এর মতই, মনে হয় -- আমি মৃত্যু পথযাএী ll