***** আমার অভিমান ***** - Avijit Deb
আমি বড় অভিমানী ছেলে
অভিমানে, একশটা দিন মেয়ে;
তোর সাথে কথা বলব না
আর যদি মুহূর্ত গুলো খুব বড় মনে হয়
জানবি আমার দু'চোখ জলে ঢাকা আছে ll
এতকাল আমি, একা,আমার অপমান
সয়ে নিয়েও মাথা উচু করে ;
বলিনি কখন তুমি হেরে গেছ
মাতালের অস্থিরতা বুকে চেপে ধরে বলেছি
----- ক্ষমা কোরো !! ক্ষমা কোরো !!
এ সবই দুঃস্বপ্ন...ll