বিভাজন - Anirban Mukherjee
আজো শরীরে শরীর ছোয়ায়
প্রথম রাতের সাদা বিছানায়
রক্ত হচ্ছে নীল , আর
ভাবনারা হচ্ছে অমিল , এই জমানায় ।
তীব্র প্রতীবাদ আর সংবাদ
তাদের বিকাচ্ছে সারাক্ষণ,
গণসচেতনতার মাঝে কেন এই বিভাজন ?
ধ্বংস হচ্ছে আমার ব্যাকরণ
এই অশ্রুপিপাসু মন , মানছেনা কোনো বারণ
খুঁজে বের করতে কারণ , কেন এত বিভাজন ?
ও জননী কেন কাছে টানোনি
বলোনি আমি তোমার
ভবিষ্যত নয় আধাঁর, স্বাধীনতা আমার অধিকার।
অভিষপ্ত কোনো রাতে
তোমার আলোকিত সংসারে
কিছু অলিখিত উপন্যাস , জমে হচ্ছে বাক্সবন্দী লাশ্
আর, বিচার চাইলে হবে ফাঁসি , এই ভেবে
হাসিটুকুর বয়স তিরাশি , , ,
কেন এই বিভাজন ?
পর হোক না আপন
ভোটের নেই কোনো প্রয়োজন
আর চাই না কোনো বিভাজন ।।