বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ভগবান না পুতুল? - অভিজিৎ পাল

লোকে আমার কথা শুনে ভাবে আমি ভগবান-এ বিশ্বাস করি না,আমি নাস্তিক ইত্যাদি। কিন্তু আমার কথা হল,আমি ভগবানে বিশ্বাস ক্রি,কিন্তু পুতুলে নয়। ভগবানের কোন রূপ নেই, কোন আকার নেই,কোন রং নেই। ভগবান হল এই প্রকৃতি,এই সৌন্দর্য। না আছে দুর্গা,না আছে শিব,না আছে যীশু,না আছে আল্লা। আছে শুধু ভগবান। "ভগবান"-এই নামটাই যথেষ্ট তাকে চেনার জন্য,তাকে পুজা করার জন্য,তাকে বিশ্বাস করার জন্য। এই এত রুপ,এত নাম তো মানুষই দিএছে। মানুষই এই মানবজাতিকে বিভিন্ন ভাবে বিভিন্ন স্তরে ভাগ করেছে। মানুষই ভগবান কে বিভিন্ন ধর্মে ভাগ করেছে এবং তারপর এক-একটা ধর্মের জন্য এক-একটা পুতুল তৈরি করেছে। আর আমরা যুগের পর যুগ এই পুতুলকেই পুজা করে আসছি। একদিকে পুতুল পুজা করছি, আরেক দিকে সমাজে বিভিন্ন অন্ন্যায় করে যাচ্ছি। পুতুল পুজোর জন্য ১০০ টাকা খরচ না করে কোনো অসহায় কে ওই টাকা দিয়ে সামান্য উপকার করলে আপনিও তৃপ্তি পাবেন এবং ভগবানও খুশি হবেন। কারণ ধনী,দরিদ্র,মালিক,ভৃত্ত সবই তাঁর সৃষ্টি এবং তাঁর সৃষ্টিদের মধ্যে ভালোবাসা দেখলে তিনি খুশি তো হবেনই আর ভাববেন যে-"আমি সত্যিকারের মানুষই সৃষ্টি করেছি"। মানুষ বিপদে পরলে কেউ ভগবানের নাম জপ করে,কেউ ঘটা করে পুজা দেয়,এই আশাতেই যে কখন তিনি আমার পুজায় সন্তুষ্ট হবেন আর আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। আরে ভগবান যা করেছেন তা হল আমাদের কিছুক্ষনের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন আর কাজের মাধ্যমে চিহ্ন রেখে আসতে বলেছেন। তাহলেই ভগবানের সৃষ্টি সার্থক হবে। এখন আমরা যদি কাজ না করে বিপদের আগে ভগবানের নাম নিই আর উদ্ধার না করতে পারলে ভগবানকে গালমন্দ করি তাহলে তো বড় মুস্কিল! তাই আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যে পুতুলের উপর নির্ভরশীল না হয়ে,মানুষে-মানুষে হিংসা ভুলে মানুষকে ভালোবাসুন আর নিজের কর্ম করে যান আর "ভগবান" -এ বিশ্বাস রাখুন।