স্বাধীন কৃষক সত্ত্বা - Sarthak Goswami
ছোট্ট চাষি মনটা বড়, নামটি হারাধন।
চাষই তার ধ্যান জ্ঞান, চাষই তার মন।।
ওই যে দূরে রাস্তা পারে , কৃষক করে চাষ।
পাড়ার মাঝে ছোট্ট কুটির , হারার সেথা বাস।।
প্রতি বছর লোকসানেতে , হচ্ছে হারা কাবু।
চাষ ছাড়তে বুক ফেটে যায়, আজও তার তবু।।
সাতপুরুষের জমি যে তার, লাভ জানে সে হবে।
নতুন দিনের সূর্য যখন, পুবে উদয় হবে।।
এবছরও বসিয়েছিল, জমি ভর্তি ধান।
হঠাৎ এসে পচিয়ে দিলো , সর্বনেশে বান।।
বুঝতে পারে চাষ করে, থাকছে’নাকো পড়তা।
একা পথে তবুও চলে – স্বাধীন কৃষক সত্ত্বা।।