রাষ্ট্র, এ কাদের লালন করেছ রাষ্ট্র? - Tamal Ghar
রাষ্ট্র, এ কাদের লালন করেছ রাষ্ট্র?
বিগতবিগত দিনের শত সম্মান করিয়া ভূলুণ্ঠিত,
শুধু অপমানে করেছে সবার মস্তক অবনত।
মায়ের দেওয়া মোটা কাপড়, হ্যাঁচকা টানে খুলিল পামড়
ভারতমাতা, অবশেষে কি এই ছিল অদৃষ্ট?
এ কাদের লালন করেছ রাষ্ট্র?
গনতন্ত্রের ধ্বজাধারী যত নৈরাজ্যের কান্ডারী
দিকে দিকে আজ দূষিত বাষ্প, জনগন আজ দিশাহারী।
চারিপাশে যত হায়না আর মানুষখেকোরা মাথা নাড়ে
তোমার ঘরণী নির্যাতিতা, মধ্যরাত্রে চুপিসাড়ে।
দুঃশাসনে পরম্পরায় জন্মভূমি ক্লিষ্ট
হৃত গৌরব পুনরূদ্ধারে কখনো হয়নি চেষ্ট।
এ কাদের পালন করেছ রাষ্ট্র?
"যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো"
আর কতদিন ক্ষমিবে তাদের? কতটা বাসবে ভালো?