একলা আমার দেশে - RATAN MONDAL
একলা আমার দেশে আমি একলা নাইরে ভাই
মন্দাকিনী ডাক দিয়ে কয়,"সঙ্গে আছি সদাই"
নদী বলে, "আমার ডাকে দিল না কেউ সাড়া
সবার মত তোমারও কি আছে কাজের তাড়া?"
পাহাড়গুলি করুণ স্বরে ডাকে নিজের কাছে
"পাথর দেহেও আমার কাছে পাথার হৃদয় আছে
নিজের স্বার্থে করছে আঘাত সারাটি দিনভর
আছে কি গো তোমার কাছে একটুখানি আদর?"
আকাশ গায়ে মেঘের চাদর ঢেকে
চাঁদ সূর্য সকল আড়াল রেখে
প্রকাশ করছে নিজের অভিমান
বলছে আমায়, "বন্ধু আমার
একটুও নেই সময় থামার
আমার জন্য গাইবে একটি গান?"