একটি মৃত্যু - Tapan M Chisty(তপন এম. চিশতী)
একটি মৃত্যু ।
আবেগের আগুনে পোড়া
স্পর্শকাতর আশালতা
চুয়ে পড়ছে ,
মুক্তি-বেগের বেগে
বদল হচ্ছে, চুমু'র স্বাদ ।
চামড়ায়
নখের আঁচড়
পিটুইটারিতে সাদা স্রাবের
চেনা গন্ধ ,
ভাব, ভালবাসা, দীর্ঘশ্বাস
ভয়ের সামনে নতজানু ।
অনিচ্ছায় জমাট
দানা দানা
মুহূর্তের স্ফুটনাঙ্ক ,
মৃত্যু অপেক্ষার
মৃত্যু বিবেকের ........।।