সিগারেট - Tapan M Chisty(তপন এম. চিশতী)
সিগারেট টা
যত পুড়ছে, অকপটে
পুড়ছে আমার ইচ্ছের অভিলাষ।
নিশ্বাসে মিশছে
অবিশ্বাসের কালো ধোঁয়া,
তিলে তিলে নিরাশার
নিকোটিন, গ্রাস করছে আমার মস্তিস্ক;
মাটিতে লুটিয়ে পড়ছে
সাদা- কালো স্বপ্নের ছাই ।
তবু ঐ জলন্ত আগুন
পোড়াতে পারেনি, সামনের
পথটাকে ........
আজও সেখানে
ছড়িয়ে আছে,
হাজারো পোড়া সিগারেটের
জলজ্যান্ত জৈবনিক আত্মা... আর
তাদের মধ্যে হয়ত
আমার বেঁচে থাকার সুখটুকুও ।।