মায়ের আঁচল - Sarthak Goswami
মায়ের আঁচল
স্নেহের ছায়া, ভালোবাসার স্থল।
মায়ের আঁচল
সাহস ভরা, বুকে দেয় বল।।
মায়ের আঁচল
ভরসা জোগায়, চলার কঠিন পথে।
মায়ের আঁচল
থাকে মাথায় , আজও প্রতি রাতে।।
মায়ের আঁচল
স্নেহমাখা , বিপদ আশ্রয়।
মায়ের আঁচল
স্বপ্ন দেখে , কাটানো যায় ভয়।।
নিঝুম রাতে
একলা আমি, একাই আমি কবি।
মায়ের আঁচল
কল্পনা নয়, বাস্তবেরই ছবি।।