বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

মুসলিম ছেলেটা - Tapan M Chisty(তপন এম. চিশতী)

তুই ,'হিন্দু হতে পারতিস'... 
অনাবিষ্ট নয়নে বলল, মেয়েটি । 
চোখে গভীর 
ভালবাসার ছাপ,
অন্তরে সহজ সরল কিছু প্রশ্ন
আর জটিল সামাজিকতার
ভাবাবেগ ;
কোনভাবেই যে মিলছে না,
মন-মগজের সমান্তরাল সরলরেখা ।
শিক্ষা নাকি
ভুয়ো আত্মমর্যাদার দম্ভ, কে 
জিতবে শেষ-মেস ; তবে কি
ভালবাসা নিছক-ই কাব্যিক মাত্র ? 
আমার কাছে তো নয়....... !
ওর ঐ ছোট্ট কথা টা 
বার বার আমার কানে 
প্রতিধ্বনিত হয়ে আছড়ে পড়ে,
আর কেউ যেন তাচ্ছিল্যের সাথে
বলে, 'তুই তো মুসলমান'...
তবে সত্যি আমি হিন্দু হতে
পারিনি..., কারন ,আমি দেখেছি
'মহম্মদের হাতে কৃষ্ণের বাঁশি' .... ।।