বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

স্বপ্ন - Debmani Saha

                                          স্বপ্ন ভেঙেছে বলে                                           

তুমি নিষ্ঠুর নও
তবে নিষ্ঠুর হতে চাও
        স্বপ্ন ভেঙেছে বলে?
     শুধু কি স্বপ্ন ভেঙেছে বলে?


তোমার ঠোঁটের কোণায় লেগে থাকা হাসি
তোমার দৃপ্ত কঠোর স্বর
তোমার রক্তস্নাত চোখ
    কোথায় গেল সে সব?
    দিগন্তের ওপারে গোধূলি বেলায়
    বিসর্জিত কি সেই অনুভব?
তবু নির্নিমেষ চোখে
দেখি তোমার দিকে
খুঁজি তোমার কারণ
নিষ্ঠুরতার আবরণ
    কেন হবে তুমি নিষ্ঠুর?
    স্বপ্ন ভেঙেছে বলে?
    শুধু কি স্বপ্ন ভেঙেছে বলে?




অর্থের লড়াইয়ে হেরে
ব্যর্থতায় পর্যবসিত তোমার শরীর মন
তবে কি দুর্নিবার রক্তচক্ষু আজ মুদিত হল?
নাকি উঠবে আবার নতুন কোনও আলোড়ন?

একবার
মাত্র একবারের শঠতা
শেখালো তোমায় নাকি নিষ্ঠুরতা
ছুঁড়ে দিয়ে সব কল্পনা
পাড়ি দিলে দূর নিরুদ্দেশে
প্রবাসী বেশে
    স্বপ্ন ভেঙেছে বলে?
     শুধু কি স্বপ্ন ভেঙেছে বলে?



উঠে দাঁড়াও না একবার
ফিরে এসো স্বপ্নের হাতটি ধরে
হোক শেষ থেকে শুরু
বোনো নতুন কল্পতরু
    তবে এবার
    স্বপ্ন ভেঙেছে বলে নয়
    ভাবো স্বপ্ন দেখেছ বলে
    অনেক স্বপ্ন আজও বেঁচে আছে বলে...