হারিয়ে যাওয়ার আগে - Devid Blackmist
শুধু নিজের বলে দাবী করার কাউকে খুঁজছি দিনের পর দিন
যার সঙ্গে ভাগ করা যাবে মস্তিষ্কের যে কোন কোণের ভার
যার সঙ্গে ভালবাসা বা কাল্পনিক কোনো অনুভুতি সত্যি বলে
ধরে নেওয়াযাবে নির্দ্বিধায়, শুধু হাতে হাত ধরে চোখ বন্ধ করে
মাথার ওপর একটা প্লাস্টারহীন ছাদ আর বসের কড়া চোখে
নীরবে পেরিয়ে যাওয়া উপহার হীন জন্মদিনেরা ব্যর্থ যাবেনা
পুরোনো তোষকের ওপর ভাগাভাগি করা একটা চাদর যার
সঙ্গে হয়ে উঠবে স্বপ্নকল্পিত বরফের নিস্তব্দ নীলাভ কন্দর
আসলে খুঁজছি পরশ পাথর জানি সেটা শুধু সিনেমা বা গপ্পে
ঝিলিক দিয়ে যায় অযৌক্তিক আশাকে উস্কে দিতে তবুও
*********************
লাল,লীল,সবুজ মিশে একাকার প্যালেট থেকে কালি মাখছে শ্বেতপাথরের মেঝে
পথের ধারে আমার দীর্ঘ ছায়াটার মত কাল, যেটার অবিনশ্বরতার গর্ব ভুলে যাবে তুমি
পয়সা বাঁচানোর ফিকির বা শেখার আনন্দে তাতালের উষ্ণ স্পর্শে যখন দক্ষিণা দেব
তোমার নিয়ন্ত্রিত ঘরের জানলায় নতুন বাঁচতে শেখার প্রতিবিম্বেরা হাসবে, জড়াবে
খেলতে খেলতে ঘুম আসার আগে সাফল্যের মুচকি হাসি আমার একান্ত নিজের
তোমাকে হাত ধরে ভাঙ্গাচোরা জঞ্জালের পৃথিবী থেকে পৌঁছে দিয়েছি তোমার অজান্তে
ঘুম আসতে হবেই কারণ সুন্দর নতুন পৃথিবীতে প্রবেশাধিকার চাইনি কখনও
শেষবারের মত ছুঁয়েছি তোমার হাত সীমান্তে, কালের গর্ভে হারিয়ে যাওয়ার আগে