বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ফেভারিট ডিশ - Devid Blackmist

আজকের বক্তৃতার হাততালি আর পিঠচাপড়ানি চেটেপুটে
নারীমুক্তি বা ধর্ষকের কঠোর শাস্তির দাবীর সওয়াল জবাব
জনিত পরিশ্রমের পরে কোল্ডড্রিঙ্কস ছাড়া আর কি খেলে ?

কি গো বিদ্বজন ? বাড়িতে আজ কী হল ? মাংস না ইলিশ ?
স্বভাবকবি বা বিপ্লবী সমাজের হটকেক নিয়ে অবশ্যকর্ম চচ্চরি
আর সান্ধ্য মজলিশের গেলাসের পাশের ঝালছোলার চাট ?

চলন্ত বাসের জানলার ধারে বসা অচেনা লোভনীয় শরীরটার
মুখের কোমলতা দেখার খেয়াল থাকেনা, ক্যাকাফোনী ঢেকে
দুকান ভরে কল্পিত শীৎকারে, লালা ঝরে সুটেড-বুটেড সভ্যতার

অল্পদিনের ভিন্ন শারীরিক গঠনের বন্ধুত্বের হাত সংক্রমণের মত
কোপন গতিতে পৌঁছতে চায় তোমার স্বাধীনতায়, ঘ্রাণ নিতে চায়
তোমার গোপনীয়তার, পোষা মোরগের দিকে তাকিয়ে লালা ঝরায়

পথের ধারের স্কুলফ্রক পরিহিতার অনাবৃত উরুর দিকে চোখ রেখে
মনমৈথুনে ব্যস্ত সভ্যতার লালা ঝরে, বিসর্জিত দেবীমূর্তির দিকে
তাকিয়ে লালা ঝড়ে, ঝড়ে পচাশরীরের বাজারে, হাসপাতালে মর্গে

কি হে বিদ্বজন যে উত্তরটা তোমার গলায় আটকে আছে আর মস্তিষ্কে
স্টিমুলেট করছে সাবধানে লুকিয়ে রাখা সুখ, ওটা আমি চিনি, পারি
তোমার রাতের অন্ধকারে সার্ভ করা প্রিয়খাদ্যের স্বাদ অনুমান করতে

মস্তিষ্কে জমতে থাকা দলা পাকানো থুতুটা তোমায় ছুঁড়ে অপচয় না করে
গিলে নেব প্রয়োজনের প্রায়োরিটিতে, রেডিওলজিষ্ট চোখ কঙ্কাল দেখায়,
এক্স-রে প্লেটে স্পষ্ট আমার মনের ছবি, আর স্পষ্ট তোমার মুখোশের রঙ