বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ইলিউশন - Sutirtha Mukherjee

তবু আমি ফের হাসি ,

জড়িয়ে ধরে ভালবাসা –

তুমি প্রান্তিক স্টেশনে আমার সহযাত্রী –

শোয়ানো কবিতায় তোমায় সেলাম ।

 

আমার আকাশ কালো ছিল –

শরৎকালে হয়ত সবুজ ।

তুমি ছিলে ঠিক পাকা ধানের মতো  –

স্মৃতি জুড়ে তাই হলদেটে চিরকুট ।

 

সেলাই-ফোঁড়াই তুমিও জানতে –

লাল শালুতে চড়ুই বাসা ।

আগুনে ভয় বরাবরই আমার –

এখন তো সব অভ্যেসের দাস ।

 

নীল ড্রয়ারে সেই হলদে খাতা ,

কিংবা পিকনিকের সেই কালচে শাড়ী –

বারান্দার ওই টেলিফোনটা –

মাঝরাতে এখনো আমায় ডাকে ।

 

বাড়িয়ে দিয়েছি হাত টা আমার –

মনটা তবু সন্তর্পণে ।

গোছানো স্বভাব কোনদিনই নেই –

তবু জামার বোতাম – সেলাই পারি ।

 

উড়তে গিয়ে দেখি ডানা জোড়া নেই –

পরীর সাজে বেশ্যা কিছু ।

মুখগুলো তাদের বড়ই চেনা –

স্বপ্নে নাকি ইলিউশনে !