ফিরে দেখা - Tamal Ghar
কেমন আছিস আমায় ছেড়ে?
কেমন আছিস অনেক দূরে?
চলছে কেমন জীবন চাকা?
মনের কোনটা লাগছে ফাঁকা।
আচ্ছা আজও বায়না করিস?
আগের মতোন দুচোখ ভরিস?
গাইতে পারিস চেনা সে গান?
সেই চেনা সুর মান অভিমান।
মনের কথার ডায়রী লেখা,
দুঃখ হলেই বৃষ্টি দেখা........
জানিস, আজও আমার ঘরে,
মুষলধারে বৃষ্টি পড়ে........
সেদিন যেদিন চলে গেলি,
পথ আলাদা বুঝিয়ে দিলি,
সেদিন থেকে মেঘ করেছে,
উপছে দুচোখ জল ঝরেছে।
আমার ঘরে কেউ আসেনা-
লেখার পাশে কেউ বসে না-
তবুও আমি ভালোই আছি,
স্বপ্ন নিয়েই জীবন বাঁচি.........
ছাড় সে কথা বল কথা তোর,
কেমন আছিস খবর কি তোর??????...........