বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ফিরে দেখা - Tamal Ghar

কেমন আছিস আমায় ছেড়ে?

কেমন আছিস অনেক দূরে? 

চলছে কেমন জীবন চাকা?

মনের কোনটা লাগছে ফাঁকা।

আচ্ছা আজও বায়না করিস?

আগের মতোন দুচোখ ভরিস?

গাইতে পারিস চেনা সে গান?

সেই চেনা সুর মান অভিমান।

মনের কথার ডায়রী লেখা,

দুঃখ হলেই বৃষ্টি দেখা........

জানিস, আজও আমার ঘরে,

মুষলধারে বৃষ্টি পড়ে........

সেদিন  যেদিন চলে গেলি,

পথ আলাদা বুঝিয়ে দিলি,

সেদিন থেকে মেঘ করেছে,

উপছে দুচোখ জল ঝরেছে।

আমার ঘরে কেউ আসেনা-

লেখার পাশে কেউ বসে না-

তবুও আমি ভালোই আছি,

স্বপ্ন নিয়েই জীবন বাঁচি.........

ছাড় সে কথা বল কথা তোর,

কেমন আছিস খবর কি তোর??????...........