বেঁচে থাকা - Joy Banerjee
বেঁচে থাকা
আনিসুজ্জামান সৌরভ
ধূসর কুয়াশা আর হিমেল হাওয়ার মাঝে তোমার চোখ
আবছা রাত্রি আর সীমাহীন অন্ধকারের মাঝে তোমার মুখ
জমে থাকা কথা আর না বলার মাঝে তোমার দৃষ্টি
এই হিম ঘরে একটু উষ্ণতার জন্য আজো তোমার আবছা ছবি আঁকতে হয়।
তোমার আঁচল ডেকে দেয় আমার রুক্ষ মরূভূমি
শুধু তোমার জন্য
মৃত্যুকে আমি ধরতে চাই হাতের মুঠোয়
মা
আজো আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছি একটা শুকনো ফুল