ট্যুইটারে বিশ বছরের ছোট প্রেমিকের সঙ্গে তসলিমার সেলফি! - Joy Banerjee
নতুন করে প্রেমে মজেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিজের চেয়ে ২০ বছরের ছোট এক যুবকের সঙ্গে প্রেম করে এবার আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন বিতর্কিত এই লেখিকা।
সম্প্রতি তার ট্যুইটার একাউন্টে নতুন প্রেমিকের সঙ্গে একটি সেলফি তুলে আপলোড করেন তসলিমা। আর যায় কোথায়! কমেন্ট আর লাইকের বন্যায় ভেসে যায় তার স্ট্যাটাস।
ছবির ক্যাপশনে তসলিমা লিখেছেন, ‘আমার প্রেমিক আমার চেয়ে ২০ বছরের ছোট, ইটস কুল’!
৫২ বছর বয়সি এই লেখিকা ভারত সরকারের কাছে দেশটিতে থাকার বিষয়ে পারমিট চেয়েছিলেন। তসলিমা গত আগস্ট মাসে কেন্দ্রীয় স্রাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে ভারতে থাকার অনুমতি চেয়েছিলেন। সে সময় তসলিমা জানিয়েছিলেন রাজনাথ সিং তাকে আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
জানা গেছে, আপাতত তসলিমার ভিসা অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন চলছে। তসলিমা বর্তমানে টেম্পোরারি ভিসার মাধ্যমে ভারতে বসবাস করছেন। মনে করা হচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়া পুরো হওয়ার পরেই সরকার স্থায়ী সিদ্ধান্ত নেবে।
ভারতে থাকা নিয়েও সে দেশের ইসলামী দলগুলোর তোপের মধ্যে আছেন তসলিমা নাসরিন।