চুঁইয়ে যাওয়া ভাত (THE FALLEN RICE) - Sarthak Goswami
বেশতো ছিল, হাসিখুশি মুখার্জীদের বাড়ি।
ছোট্টো চাঁদ, বাবা মাকে করতনাকো আড়ি।।
কর্তাবাবু হোমরা চোমরা ,বড় নেতার ন্যাজ।
ঘরে ভালো, বাইরে তাঁর, ভীষন প্রকট সাজ।।
কর্তাবাবু খাচ্ছে মুড়ি চাঁদ করছে খেলা,
চারটে বাজে পড়ে এল, সেদিন দিনের বেলা।।
বাইরে থেকে মাড়লো হাঁক, ঘরটা আয় ছেড়ে
আজকে দলের মিছিল আছে, যেতে হবে দূরে।।
গিন্নি বলে, একটু খাও তারপরে নয় যাবে।
করলে দেরি, দুখের দিনে কেমনে টাকা পাবে?
হাঁড়িতে তখন ফুটছে ভাত, কর্তা ঢুকল ঘরে।
আমতলাতে বেড়িয়ে চাঁদ, এখনও খেলা করে।।
বাইরে থেকে এলো বোমা পড়লো কুঁড়ের চালে।
বাপমা তার গেল মরে ভরল যে চোখ জলে।।
আজও ছেলে খুঁজে বেড়ায়, মায়ের দুটি হাত।
স্মৃতিপথে আসে ভেসে চুঁইয়ে যাওয়া ভাত।