বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

সতী - Sshakuntala Sarkar

মুখরিত হল দক্ষপুরি মহাআয়জনে সতীর সয়ম্বর ।

অন্তঃপুরে দক্ষকন্যা শিবের তপস্যায়ে বিভোর ।।

পিতৃ আদেশে ভাঙি তপস্যা রাজসভায় প্রবেসিল সতী ।

স্বয়ম্বরে সদরপনে আসি সতি হরন করিলেন  পশুপতি ।।

সপ্তসিন্ধু কল্লোলে কল্লোলে ভরিল সুর শিব সতী সংসারে ।

এ হেনকালে দক্ষ প্রবেশ ঘটিল কৈলাস দ্বারে ।।

শিব বিনা ই সতী গেলেন রক্ষিতে নিমন্ত্রণ ।

দক্ষ মুখে পতিনিন্দা শুনি যজ্ঞে দিলেন প্রান বিসর্জন ।।

জজ্ঞপুরে আসি শিব কাঁধে নিলেন তুলি সতিদেহ চারিদিক নিসচুপ ।

বাঁধিল প্রকৃত দক্ষযজ্ঞ শিব নিলেন নটরাজ রূপ ।।

ত্রিভুবন তাল হোল উত্তাল সব সৃষ্টি হল পণ্ড ।

সৃষ্টি পরিত্রাণে এলেন বিষ্ণু সতী দেহ  করিলেন খণ্ড ।।

সব শেষে তায়াগিয়া ক্রধ দুঃখে বিভর হলেন পশুপতি ।

ধরণীর বুকে একান্ন সতী পীঠে আজও স্মরণে আএ স্মৃতি ।।