বন্ধুত্ব চাই, বুঝলেন.... - USNISH GUHA
বন্ধুত্ব চাই, বুঝলেন, বন্ধুত্ব
বেশ নরম, মাখোমাখো, অথবা ইস্ত্রি করে সপাট করে নেওয়া
আমি তো জানি,
বন্ধুত্বের দিন আজ, সকাল থেকেই বিষম তোড়জোড়
ব্যস্ত ফোনটা বেজেই যাচ্ছে, সন্ধে থেকে ভোর
আমি তো বলিনি,
স্বপ্নে রামধনু রঙ মিশিয়ে দেওয়া কোনো কাজ,
কিংবা মেঘ সরিয়ে একফালি রোদ্দুর আনুক আজ,
আমি তো দেখেছি,
ন্যাড়া ছাদের কার্নিশ বেয়ে লুকিয়ে রাখা ভয়
রাতে পাশবালিশের আদর, রামনামে ভূত পালিয়ে যায়
আমি তো বলেছি,
বন্ধুত্বের রাত নামছে, কফি কাপ এক চুমুক ভালোবাসতে চায়,
ব্যস্ত ফোনটা খুঁজেই যাচ্ছে, চেনা নামটাও পাড়ি দিচ্ছে একলা রাস্তায়
বন্ধু চাই, বুঝলেন, বন্ধু,
বেশ নরম, মাখোমাখো, আর ইস্ত্রি করে সপাট করে নেওয়া....