বিপ্লবের খানিক পরে - USNISH GUHA
আমি রক্ত দেখেছি, স্বপ্নও
আমি মৃত্যু ছুঁয়েছি, প্রেমও
পাশে ভেসে আসা
আমার লাশ ও আমি বসেছি খাতা নিয়ে
হিসেবের গরমিল, রক্তে ও মাটিতে
কেড়ে নেওয়া খাবার
বন্দুকের নল, কিংবা সাদা পতাকা দিয়ে
জোড়া লেগেছে, আগুণ জ্বলুক টুকরো হাতে
শান্তি চাইছে যারা, তারা কাপুরুষ, লুটিয়ে কিছু স্তোক
আর কেউ কেউ যুদ্ধ, তাই বিপ্লব দীর্ঘজীবী হোক,
মা, শনাক্ত করেনি দেহ, বমি এসেছিল কাছে,
বাপ বলেছে ওবেলা কাজ, ভুলে ফেলে এসেছে
লাশটা পড়ে আছে মাঠে, সাথে কয়েকটা মাছি,
দিনবদলের শপথ, আমি এখনও এভাবেই বাঁচি
রক্ত আমাকে দেখেছে, স্বপ্নও
মৃত্যু আমাকে ছুঁয়েছে, প্রেমও...