বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

রাজনীতি নয়... - Souparno Adhikary

কাজকর্ম শুরু হয়েছে ৮ই আগস্ট থেকে... এদের পরিভাষায় বুটক্যাম্প... অর্থাৎ, এক্সপেরিমেন্টের সময়ে যেরকম বেসলাইন সেট করা হয়, ঠিক সেইভাবে আমাদের চারজনকে (অর্থাৎ পেনসিলভানিয়ার ড্যানিয়েল, ফ্লোরিডার ভূমিপুত্র স্টিভেন, টেক্সাসের ট্র্যাভিস এবং আমি) একটা নির্দিষ্ট স্তরে "উন্নীত" করা...

 

তা ভালোই চলে কাজকর্ম... অর্চিষ্মানদার দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি... অর্থাৎ, দরজা বন্ধ করার দায়িত্ব... প্র্যাকটিস করানোর জন্য প্রত্যেক দরজা বন্ধ করার দায়িত্ব পড়েছে... (আমি ভুলে টুলে যাই আসলে...)

 

নতুন বাড়ির লেবানিজ মালকিন লেবাননে গেছেন বিয়ে করতে... সঙ্গে গেছে হবু বর... ইনস্টিটিউটেরই প্রাক্তন ছাত্রী...

 

নতুন বাড়িতে আসার ঠিক পরের দিন গেল কমোড আটকে... অর্থাৎ, প্রাতঃকৃত্যও সরকারি দায়িত্বে ছাড়তে হল... মাঝরাত্তিরে ঘুমের মধ্যে চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে পরপর দু' দিন... অতএব তৃতীয় দিন ভোর চারটের সময়ে এমার্জেন্সি সার্ভিসে ফোন এবং সুন্দর জবাব, "মশাই, আসতে পারছি না... নিজে বুঝে নিন..."...

 

অতএব খাঁটি বাঙালি উপায়ে বার্গলারি অ্যালার্মের প্লাগ খুলে দিতে হল (মালকিন কোড রেন্টাল এজেন্সিকে দিয়ে যেতে ভুলে গেছেন এবং যথারীতি আমরাও পাইনি)...

 

মাইক্রোবায়োলজি এবং তৎসহ হাত-ভেজানো জিনিসপত্রের অধিকাংশটাই ভালো লাগেনি কোনোদিনও... জোন হেয়ারের মাইক্রোবায়োলজির ক্লাসে ক্লাব-স্যান্ডউইচের ঘুষ সত্ত্বেও ভদ্রমহিলা মন জয় করতে ব্যর্থ...

 

প্রথম দিন যেদিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হই, সেদিনই অ্যান্ড্রু এবং অন্যান্যরা বলাবলি করছিল, রাবার কোম্পানির চাপে গণপরিবহণের চোদ্দ গুষ্টি উদ্ধার করে দিয়েছে মার্কিন সরকারি ব্যবস্থা...

 

হাড়ে হাড়ে টের পেলাম পরবর্তী কয়েকদিনে...

 

ভাতের অভাবে হাঘরের মত খেতে গেছিলাম কয়েকদিন আগে ভারতীয় রেস্তোরাঁয়... বাস স্টপে বাসের পথ চেয়ে বসে থাকতে থাকতে হঠাত আপাদমস্তক ছিন্ন পোশাকে, হাতে বোর্ড হাতে আবির্ভাব এক কৃষ্ণাঙ্গের...

 

"গৃহহীন... আপনি কি আমাকে সাহায্য করবেন???"

 

"আগন্তুক" মনে পড়ে গেল... দেশ-কালের কোঅর্ডিনেটগুলো আলাদা শুধু...

 

আজকে দুপুরে ক্লাব-স্যান্ডউইচের ঘুষের ওপর বুভুক্ষু হিংস্র হায়েনার মত ঝাঁপিয়ে পড়ার সময়ে জোন হেয়ারের বক্তব্যগুলো আমেরিকার আনন্দবাজারী (কিংবা আ"মোদী"ত) ইমেজের সঙ্গে সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে একটু ফুল ফুটিয়ে গেল...

 

"দক্ষিণপন্থীরা সর্বনাশ করছে আমেরিকার... রিপাবলিকান স্বর্গরাজ্যে এখনো আমরা টিঁকে আছি স্রেফ আমাদের জায়গাটুকু দক্ষিণপন্থীদের বিরুদ্ধে বলে... ওরা আমাদের ন্যূনতম সামাজিক সুরক্ষাটুকুও কেড়ে নিতে চায়..."

 

 খেয়াল করবেন কথাগুলো...

 

খোলা হাওয়া... বইছে...

 

বব ডিলান... শুনতে পাচ্ছেন???