ভয় - Tapan M Chisty(তপন এম. চিশতী)
তোর চোখে, অন্তহীন অপেক্ষা ।
মনের অন্তরালে
ভীত কিছু অন্ধকারের ছায়া
আর মুক্তির উচ্ছাস ... ।।
ভয় করে,
নিজেকে তোর কাছে হারিয়ে ফেলার,
যদি
তুই ও হোশ, আর সবার ই মত .........!!!!
তোর চোখে, অন্তহীন অপেক্ষা ।
মনের অন্তরালে
ভীত কিছু অন্ধকারের ছায়া
আর মুক্তির উচ্ছাস ... ।।
ভয় করে,
নিজেকে তোর কাছে হারিয়ে ফেলার,
যদি
তুই ও হোশ, আর সবার ই মত .........!!!!